ভুলে ‘ক্যান্সারের’ চিকিৎসা দেয়া হয়েছিল এরশাদকে!

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহম্মদ এরশাদকে ভুল করে ক্যানসারের ওষুধ দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

রোববার, ৩ মার্চ দুপুরে এরশাদের সফরসঙ্গী হিসেবে রংপুরে এসে  সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন রাঙ্গা।

তিনি বলেন,  ‘এরশাদ ভুল চিকিৎসার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। ভুল করে তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছে। এতে তার লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল।’

মসিউর রহমান রাঙ্গা বলেন,  ‘ভুল চিকিৎসার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন। তার ভুল ডায়াগনোসিস করা হয়েছে। পরে ডায়াগনোসিস রিপোর্টে ক্যানসারের কথা উল্লেখ করা হয়। ফলে তাকে ক্যানসারের চিকিৎসা দেয়া হয়। ভুল ওষুধ প্রয়োগের ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাঁটা-চলা করতে পারতেন না। পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পরে।’

সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরে এরশাদ এখন অনেকটা সুস্থ এবং  হুইল চেয়ার ছাড়াও চলা ফেরা করতে পারেন বলেও এসময় জানান জাপা মহাসচিব।

দেশে ফিলর রংপুরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন এরশাদ তাই তাকে রোববার রাতে এখানে আনা হয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়।

এবি/রাতদিন