রংপুর-৩ উপ-নির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৫ আবেদন জমা

রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন দুই নারী সদস্যসহ পাঁচ জন। জামানতসহ মনোনয়ন ফরম জমা দেন বিএনপির এই পাঁচ নেতা।

শুক্রবার, ৬ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে ফরম জমা দেন তারা।

এরা হলেন সদ্য প্রয়াত বিএনপির রংপুর মহানগর সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, যিনি রংপুর মহানগর বিএনপির সদস্য। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী প্রয়াত মসিউর রহমান যাদু মিয়ার জ্যেষ্ঠ কন্যা রিটা রহমান। রিটা ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টি অব বাংলাদেশ (পিপিবি) এর সভাপতি। অন্য তিনজন হলেন, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান বাবলা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু।

রোববার বিকাল ৫টায় গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।

আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের মৃত্যুর পর এই আসনটি শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

জেএম/রাতদিন