রংপুরে ওরা ১১ জন গ্রেপ্তার

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১১ জন আসামী গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চোরাই সিম কার্ড, অবৈধ মাদক দ্রব্য কারবারি এবং পরোয়ানাভুক্ত আসামী রয়েছে।

বুধবার, ৫ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) আলতাফ হোসেনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়

গে্রপ্তারকৃতদের মধ্যে মর্ডান মোড়ের নিউ ওয়েব কম্পিউটার ও মোবাইল ফ্লেক্সিলোড দোকানের কর্মচারী শেখপাড়া এলাকর মৃত রেজ্জাকুল হায়দারের ছেলে কামরুল হায়দার ওরফে রয়েল (২৪)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ টি সিম কার্ড ও অন্যান্য চোরাই সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়াও রয়েছে, নগরীর ৩২ নং ওয়ার্ডের অন্তর্গত মীরগঞ্জ এলাকার মৃত করিম উদ্দিন ছেলে ছাবের আলী (৬০)। ইউসেফ স্কুলের সামনে মহাসড়কের উপর হতে ১০ লিটার মদসহ তাকে গ্রেফতার করা হয়।

ওইদিন রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতয়ালী থানায়-২, তাজহাট থানায়-৫, হারাগাছ থানায়-১, পরশুরাম থানায়-২ এবং হাজিরহাট থানায়-১ জনসহ মোট-১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএম/রাতদিন