উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের গংগাচড়া উপজেলায় রুহুল আমিন ও কাউনিয়া উপজেলায় আনোয়ারুল ইসলাম মায়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। রংপুরের জেলা রিটার্নিং অফিসার সৈয়দ এনামুল কবির গত ২৮ ফেব্রুয়ারি তাদেরকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করেন।
গংগাচড়ায় উপজেলা চেয়ারম্যান হলেন রুহুল আমিন:
গংগাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্র দাখিল করেছিলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রুহুল আমীন ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন।
মনোনয়নপত্র বাছাইকালে মামলাজনিত কারনে স্বতন্ত্র প্রার্থী সুজনের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নি অফিসার। আপীলেও সুজনের মনোনয়নয়ন বাতিল হলে আ.লীগ মনোনীত একমাত্র প্রার্থী রুহুল আমীনকে নির্বাচিত ঘোষনা করেন জেলা রিটার্নিং অফিসার।
কাউনিয়ায় উপজেলা চেয়ারম্যান হলেন আনোয়ারুল ইসলাম মায়া:
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, কাউনিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ২ জন। এর মধ্যে ১ জনের প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীতে ওই প্রার্থী আপীল করেননি। ফলে এখানে আওয়ামীলীগের মনোনীত একমাত্র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়াকে নির্বাচিত হিসাবে ঘোষনা দেয়া হয়।
এ বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারী করা হবে মর্মে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার সৈয়দ এনামুল কবির।
আরআই/রাতদিন