`জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হবে না। সরকারের বিভিন্ন দুর্নীতি-অনিয়মের পাশাপাশি সংসদে জনগণের দাবি তুলে ধরে প্রকৃত বিরোধীদল হিসেবে কাজ করবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
রোববার, ৩ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে ‘রক্তাক্ত রাখাইন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কাদের এ কথা বলেন।
তিনি এ সময় ক্ষমতাসীন জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পরও জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হওয়ার ব্যাখ্যা দেন।
জি এম কাদের বলেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্ট না আসায় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার কেউ নেই। এই অবস্থায় গণতন্ত্র বাধাগ্রস্ত হতে পারতো। তাই বিরোধী দলের ভূমিকায় থাকবে জাপা।’
তিনি আরও বলেন, ‘সব সরকারের আমলেই নির্বাচনে কারচুপি হয়। দেশ ও জনগণের স্বার্থে সব ভুলে এক হয়ে কাজ করতে হব‘। সূত্র : বাংলারিপোর্ট
এবি/০৩.০২.১৯