সুষ্ঠু পৌর নির্বাচন নিশ্চিতকরনে পাটগ্রামে মতবিনিময়

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আচরণ বিধিমালা প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

রোববার, ৩১ জানুয়ারি সকাল ১১টায় শহীদ আফজাল মিলনায়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কমকর্তা কামরুন নাহার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ও লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি- সার্কেল) তাপস সরকার, পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি আচরণ বিধিমালা মেনে চলার অনুরোধ জানানো হয়। এর পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাওয়া হয়।

জেএম/রাতদিন

মতামত দিন