গুজব ছড়িয়ে আটক, বিক্ষিপ্ত সংঘর্ষ, শেষ হলো পাটগ্রাম পৌর নির্বাচন

পাটগ্রাম পৌর নির্বাচনে ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৫ জন আহত হয়েছেন। আর গুজব ছড়িয়ে আটক হয়েছেন একজন

রোববার, ১৪ ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার এ ঘটনা ঘটে। এসময় পাঁচজন আহত হয়েছেন। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় ভোটগ্রহণ বিঘ্নিত হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে পাটগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডে আহারতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় গুজব ছাড়ানোর অপরাধে একজনকে আটক করে পুলিশ। আটক আলমগীর হোসেন (৩৫) একজন কাউন্সিলর প্রার্থীর এজেন্ট।

আটক আলমগীর পাটগ্রাম পৌরসভার পুর্ব জুমাপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

পাটগ্রাম পৌরসভার ৫নং ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা ব্যাপারটি নিশ্চিত করেছেন।

মতামত দিন