হাতীবান্ধায় পতাকা উত্তোলন দিবস পালিত, ছিলো নানা আয়োজন

লালমনিরহাটের হাতীবান্ধায় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মযাদায় দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার, ৯ মার্চ দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক  নজরুল ইসলাম। 

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক অধ্যক্ষ নুরুজ্জামান।

এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন, হাতীবান্ধা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, ডিপুটি কমান্ডার আঃ জব্বার, টংভাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি সেলিম হোসেন, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, এসপি বি-সার্কেল তাপস সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মোস্তফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, তাদের সন্তান এবং উপজেলা আ.লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

জেএম/রাতদিন

মতামত দিন