ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে বিএনপি: প্রধানমন্ত্রী

বিএনপিভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কা ও মহাজোটের প্রার্থীদের মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জনসভায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা অবহেলিত দক্ষিণাঞ্চলে উন্নয়ন করেছি। প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। পিরোজপুরে বিসিক শিল্পনগরী ও শহররক্ষা বাঁধ নির্মাণ করা হবে। আমরা বিনা মূল্যে বই ও প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্য ওষুধ দিচ্ছি। প্রত্যেক উপজেলায় একটি কলেজ ও একটি বিদ্যালয় জাতীয়করণ করেছি। মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘টুঙ্গিপাড়ার লাগোয়া একটি জেলা পিরোজপুর। একসময় টুঙ্গিপাড়াও পিরোজপুরের মতো অবহেলিত ছিল। গত ১০ বছরে পিরোজপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যুদ্ধাপরাধীর বিচার করে এ অঞ্চল অভিশাপমুক্ত করেছি। ৩০ ডিসেম্বরের নির্বাচনে পিরোজপুরবাসীর কাছে ভোট চাই।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, জঙ্গিবাদ সৃষ্টি করেছে, বাংলাভাই সৃষ্টি করেছে, তাতে তারা একবার ক্ষমতায় আসলে সব উন্নয়ন কর্মকাণ্ড নস্যাত করে দেবে। তারা দেশকে ধ্বংশ করবে। আমরা পদ্মা সেতু নির্মাণ করছি, মেঘা প্রকল্প বাস্তবায়ন করছি, এ কাজগুলো শেষ করতে হবে।

মতামত দিন