জলঢাকায় ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারীর জলঢাকায় ‘সাবেক শিবিরকর্মীকে ছাত্রলীগের সভাপতি ও সদ্য গঠিত কমিটি অগঠনতান্ত্রীকভাবে হয়েছে’ অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের ওই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে।

আজ  শনিবার, ২১ নভেম্বর  পৌর যুবলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ নেতা শফিকুল গণি স্বপন। উপজেলা ও পৌর ছাত্রলীগের ত্যাগী-পরীক্ষিত নেতৃবৃন্দ’ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শফিকুল গণি স্বপন প্রধানমন্ত্রী এবং ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে  বলেন, ‘অগঠনতান্ত্রীক ভাবে শিবির কর্মীকে সভাপতি ও দলিল লেখককে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটি বাতিলের দাবি জানাচ্ছি’।

তিনি আরো বলেন, ‘১২ নভেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পেরেছি হাদিউজ্জামান হাদীকে সভাপতি ও গোলাম আজমকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন করা হয়েছে। যা অবৈধ ও অগঠনতান্ত্রীক’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নলনী বিশ্বাস জয়, নাহিদ মিথুন, নুর মোহাম্মদ, একরামুল হক রানা, রেজওয়ান পরামানিক ও আফজাল হোসেন প্রমূখ।

আরআই/রাতদিন