পাটগ্রামে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

লালমনিরহাটের পাটগ্রামে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার স্থানীয় সরকার সংশ্লিস্ট ব্যাক্তিবর্গসহ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন অংশগ্রহন করেন।

বুধবার, ৯ অক্টোবর লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে ও পাটগ্রাম উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল। ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।    

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ কাশেম আলী, জেলা তথ্য কর্মকর্তা আতিকুর রহমান শাহ্, পাটগ্রাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার, পাটগ্রাম উপজেলা আ’ লীগের ভারপ্রাপ্ত সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান নিলু, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক আবু তালেব।

শিশু ও নারী ঊন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সরকারি-বেসরকারি কলেজ ও বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সাংবাদিকগণ অংশ গ্রহণ নেন।

এনএইচ/রাতদিন