রংপুরের মিঠাপুকুরে একহাজার দুই বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই ট্রাকটি আটক করা হয়।
রোববার, ১৫ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১৩ ব্যাটালিয়নে এক ব্রিফিংয়ে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস এ তথ্য জানান।
তিনি জানান, বুড়িমারী স্থল বন্দর থেকে পাথর নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাবার সময় আজ ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ভাবনা ফিলিং স্টেশনের সামনে র্যাব সদস্যরা ট্রাক থামিয়ে তল্লাশী চালায়। তল্লাশীকালে ওই ট্রাক থেকে ১০০২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিন তিতপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম ও হেলপার একই এলাকার ডালিয়া মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সামিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, বুড়িমারী স্থল বন্দরের শফিউল করিম লিটনের মেসার্স লিমা এন্টারপ্রাইজ থেকে পাথর লোড দিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশ্য পাঠানো হয়েছিল।
গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, ভারত সীমান্তবর্তী এলাকা বুড়িমারী থেকে ফেনসিডিলের এই বিশাল চালানটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।