রংপুরের পীরগাছায় একটি বরযাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শুক্রবার, ১২ এপ্রিল রাত ৯টার দিকে ছাওলা ইউনিয়নের পাওটানাহাট এলাকার আফতাব উদ্দিন হাশিম গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর নগরীর সাতমাথা থেকে বরযাত্রীবাহী বাসটি পীরগাছা উপজেলার কনের বাড়িতে যাচ্ছিল। মাঝপথে ওই গ্রামের জনৈক আব্দুল খালেকের পুকুরের পানিতে বাসটি পড়ে উল্টে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বাসটি উদ্ধার করে।
এদিকে রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পুকুরে পানি নিস্কাশনের কাজ করছিল ফায়ার সার্ভিস। পানি সরিয়ে দেখা হবে সেখানে কোনো মানুষ ডুবে রয়েছে কিনা।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচএ/রাতদিন