আমার মতো অত্যাচারিত পৃথিবীতে আর নেই : এরশাদ

হুইল চেয়ারে রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে ৯০তম জন্মদিন উদযাপন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার ২০ মার্চ, দুপুরে রওশন এরশাদ ও জিএম কাদেরসহ জাপার কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে ৯০ পাউন্ডের কেক কেটে তাঁর জন্মদিন পালন করা হয়।

মিলনায়তনে হুইল চেয়ারে প্রবেশে করেন বিরোধীদলীয় এই নেতা। অনুষ্ঠানের শুরুতে এরশাদ বলেন, ‘হয়তো এটাই আমার শেষ বক্তব্য। আমার মত অত্যাচারিত নিষ্পেষিত ব্যক্তি পৃথিবীতে আর নেই। আমার পক্ষে যেন রায় না যায় সেজন্য সাত বার বিচারক পরিবর্তন করা হয়েছে। বিনাবিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে।’

বক্তব্যে তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন কারাগারে ছিলাম। কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাদের দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি, তাই শত ষড়যন্ত্র আমাদের ধংস করতে পারেনি।’

এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধংস করতে পারবে না। জাতীয় পার্টিকে শক্তিশালী করে তোলো, যাতে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে।’

অনুষ্ঠানে রওশন এরশাদ এবং দলের কর্মীরা সিএমএইচে এরশাদের ভুল চিকিৎসার জন্য বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় রওশন এরশাদ বলেন, ‘সিএমএইচে ভুল চিকিৎসা হতে পারে না। ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি। সেনাবাহিনী নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা উচিত হবে না।’

এনএইচ/রাতদিন