একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবচেয়ে বড় পরাজয় আওয়ামী লীগের হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরাজয় থেকে দৃষ্টি সরানোর জন্যই বিজয় উৎসব করছে দলটি’।
শনিবার, ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষীকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই এবং তারা গণতন্ত্রের (কথা) মুখে বলে, কিন্তু কখনো বিশ্বাস করে না। পরাজয় থেকে দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য এ উৎসব’।
নেতা আরও বলেন, বিএনপি জণগনের দল বলে এখনো ২০ দলীয় জোট অটুট আছে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে কোনো বিরোধ নেই বলেও দাবি করেন তিনি।
এইচএ/১৯.০১.১৯