নিউজিল্যান্ডে নিরাপদে বাংলাদেশি ক্রিকেটাররা, স্বস্তি প্রকাশ ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের

আজ শুক্রবার, ১৫ মার্চ ক্রিকেট ইতিহাসের অধ্যায়ে সবচেয়ে কালো দিন ঘটে যেত । আর এ থেকে অপূরণীয় ক্ষতি হত বাংলাদেশের ।

নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসীর গুলিতে ৩ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও অল্পের জন্য এই তালিকায় যোগ হয়নি।

বন্দুকধারী সন্ত্রাসী মসজিদে ঢুকে মুসল্লিদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যাকান্ড চালায়।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল।

কিন্তু সংবাদ সম্মেলনের কারনে কিছুক্ষণ দেরি করে বের হওয়ায় বেঁচে গেছেন বাংলাদেশী ক্রিকেটাররা। হ্যাগলি ওভালের ড্রেসিং রুমে আশ্রয় নেয় বাংলাদেশ ক্রিকেট টিম । প্রায় দুই ঘণ্টা সেখানে তাদের অবরুদ্ধ থাকতে হয় ।

এ ঘটনায় পুরো বাংলাদেশসহ স্বস্তি প্রকাশ করেছেন বিশ্বের অনেকেই।

এ নিয়ে টুইট করে নিজেদের স্বস্তির কথা জানান পাকিস্তানের শোয়েব আখতার, সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিসহ আরো অনেক ক্রিকেটার।

এন