লিওনেল মেসির একমাত্র গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সালোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সাথে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ফিরে পেল ভালভার্দের দল।
রোববার, ২ ডিসেম্বর রাতে মেসির দুর্দান্ত এক গোলে অ্যাটলেটিকোকে তাদেরই মাঠে ১-০তে হারিয়ে টেবিলের সেরা স্থান উদ্ধার করেছে বার্সেলোনা।
রাউন্ড ১৪ শেষে ৩১ পয়েন্ট বার্সার। রিয়ালেরও পয়েন্ট সমান। কিন্তু গোলপার্থক্যে দুইয়ে তারা। এক ম্যাচ বেশি খেলে ২৫ পয়েন্টে ছয়ে অ্যাটলেটিকো।
ওয়াডা মেট্রোপলিটানোতে বার্সার রক্ষণকে ম্যাচের বেশিরভাগ সময় ব্যতিব্যস্ত রেখেছে স্বাগতিকরা। গোলের সুযোগ তৈরি করে কখনও জাল খুঁজে নিতে পারেনি, কখনও অতিথিদের ত্রাতা হয়ে এসেছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের তেজ বাড়ায় বার্সা। কিন্ত পিকের হেড আর সুয়ারেজের ভলি ক্রসবারে আটকে গেলে গোলমুখ খোলা সম্ভব হয়নি।
ম্যাচের ৮৬ মিনিটে আসে মেসির একমাত্র গোল। রবের্তোর থেকে বল পেয়ে দ্রুতলয়ে ছুটতে থাকা বার্সা অধিনায়ক সুয়ারেজের সাথে ছোট পাসে একবার বল দেয়া-নেয়া করেন প্রতিপক্ষ ডি-বক্সের কাছাকাছি যেয়ে। পরে বাঁ-পায়ের লম্বা শটে জাল খুঁজে নেন এই ক্ষুদে জাদুকর। তাতেই আসে পূর্ণ তিন পয়েন্ট।
শান্ত/রাতদিন