রিজার্ভ চুরি : যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের মামলা

চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইন রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে নিউইয়র্কে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময় শুক্রবার, ১ ফেব্রুয়ারি সকাল সাতটায় নিউইয়র্কের সাউদার্ন কোর্টে এই মামলা দায়ের করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান আবু হেনা মো. রাজি হাসান বাসসকে জানান, আরসিবিসি এবং তদন্তে বেড়িয়ে আসা অন্যান্য সংস্থাকে অভিযুক্ত করে এই মামলা করা হয়েছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের একাউন্ট থেকে মোট ১০১ মিলিয়ন ডলার চুরি করে।

এর মধ্যে ম্যানিলায় আরসিবিসি’র চারটি অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেয়া হয়।

তবে হ্যাকারদের বানান ভুলের কারণে তারা শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার সরিয়ে নিতে ব্যর্থ হয়।

পরে বাংলাদেশ ব্যাংক (বিবি) ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সক্ষম হয়।

এইচ/০১.০২.১৯