‘আত্নীয় আসবে’ তাই কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে কাতরাচ্ছে একুশ বছর বয়সী গৃহবধু রোজিনা বেগম। গলা থেকে পা পর্যন্ত প্রায় পুরো শরীরে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। তবে কোনো দুর্ঘটনায় নয়, তার স্বামী আবদুল্লাহ নিজেই কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার, ৮ এপ্রিল লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার নিউ পূর্বপাড়া এলাকার বাড়িতে আবদুল্লাহ এ ঘটনা ঘটায়। সে ওই এলাকার মোমিন মিয়ার ছেলে।

আহত গৃহবধূকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে রোজিনা তার স্বামীকে ফোনে জানান যে, বাড়িতে কিছু আত্মীয় আসবে। তবে বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি আবদুল্লাহ। ফলে ফোনেই তাকেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে বাড়ি ফিরে একই বিষয় নিয়ে বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রোজিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তার আত্নচিৎকারে আশপাশের লোকজন এসে রোজিনাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পাটগ্রাম থানার ওসি মনছুর আলী সরকার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর আব্দুল্লাহকে আদালতে পাঠানো হবে।

এবি/রাতদিন