জম্মু-কাশ্মীরে আবারও গোলাগুলিতে নিহত ৬

পাকিস্তান থেকে নিজ দেশে পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে নেয়ার যখন পুরো প্রস্তুতি চলছিল ঠিক তখনই কাশ্মীর থেকে আবারও হতাহতের খবর এলো।

শুক্রবার, ১ মার্চ বিকেলে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় আবারও জঙ্গিদের সাথে ভারতীয় বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক অফিসার সহ চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি

খবরে বলা হয়, ‘ইতিমধ্যেই মৃত’ ধরে নেওয়া এক জঙ্গি ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে নিরাপত্তাকর্মীদের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। 

এতে সিআরপিএফের একজন ইনস্পেক্টর, এক জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছে চারজন সাধারণ মানুষ।

কুপওয়ারা জেলার ল্যাঙ্গেট অঞ্চলের ক্রালকুন্দ গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযান চলছিল । সেই সময়ই এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় দুজন জঙ্গিও মারা গেছেন বলে খবরে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে এলাকাটিতে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে ভারতের নিরাপত্তা বাহিনী।

এবি/রাতদিন