ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নিলেন নুরুল ইসলাম

ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. নুরুল ইসলাম। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) হিসেবে দায়িত্ব পালন করেন।

৩০ ডিসেম্বর তাকে পদোন্নতি দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও গাজীপুরের জেলা প্রশাসক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব, আবাসন পরিদফতরের অতিরিক্ত পরিচালক, রাঙ্গামাটি জেলার নানীয়ারচর উপজেলা এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস-প্রশাসন ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

এনএ/রাতদিন