পাটগ্রামে আ.লীগ নেতার অবৈধ পুকুর খনন, বন্ধ করলেন ইউএনও

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক আ.লীগ নেতার  পুকুর খনন বন্ধ করে দিয়েছেন ইউএনও। অনুমোদনহীনভাবে উপজেলার বাউরা ইউনিয়ন এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংলগ্ন ওই জমিতে পুকুর খনন করছিলেন তিনি।

বুধবার, ৫ ফেব্রুয়ারি উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর সরকারটারী এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই পুকুর খনন বন্ধ করে দেয়।  

জানা গেছে, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতোয়ার হোসেন সরকার তার জমিতে পুকুর খননের জন্য এক্সাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে স্থানীয়দের কাছে তা বিক্রি করছিলেন। পুকুর খননের জন্য তিনি ওই জমির শ্রেণী পরিবর্তনের কোন পূর্ব অনুমোদন নেন নি।

এ খবর জানতে পেরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান এদিন দুপুরে তহশীলদার, সার্ভেয়ার ও থানা পুলিশ পাঠিয়ে পুকুর খনন বন্ধ করে দেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বলেন, জমির শ্রেণী পরিবর্তনের  অনুমতি ছাড়াই পুকুর খনন করায় খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বোপরি, যে জমিতে পুকুর খনন করছিলেন সেটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংলগ্ন।’

এনএ/রাতদিন