লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাজার মনিটরিং ও দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের দাম বেশি নেয়া ও পণ্যের মূল্য তালিকা না থাকায় পাটগ্রাম বাজারের ৯ দোকানদারের ২৯ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার, ২২ মার্চ দুপুরে পাটগ্রাম বাজারে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মশিউর রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের অজুহাতে উপজেলার বিভিন্ন বাজারে পণ্যেরর দাম বেশি নিচ্ছে দোকানদাররা এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাটগ্রাম বাজারের ৯ দোকানদার কে পণ্যের দাম বেশি নেয়া ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় দোকানের সামগ্রী ফুটপাতে রেখে জনচলাচলে বিঘ্ন ঘটার অপরাধেও জরিমানা করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের জানান, ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইনের আওতায় ৯ দোকানদারের ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেএম/রাতদিন