লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার ও ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় ত্রুটিপূর্ণভাবে খাদ্য তৈরি ও খাবারের মূল্যতালিকা না টাঙানোয় দুটি খাবার হোটেলকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার, ৩০ এপ্রিল পাটগ্রামের সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র মতে, পৌরসভার জে আর হোটেলে ত্রুটিপূর্ণভাবে খাদ্য তৈরির দায়ে ছয় হাজার এবং স্টেশন রোডের আরেকটি হোটেলে খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এবি/রাতদিন