পাটগ্রামে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন

লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ পৌরসভা অ্যাসোসিয়েশনের নীলফামারী ও লালমনিরহাট জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার, ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় পাটগ্রাম পৌরসভা প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌরসভার সচিব আশরাফুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান , বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন (ম্যাব) রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল  করিম স্বপন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার রায়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির (বিএপিএস) সভাপতি ও উদ্বোধক আব্দুল আলীম মোল্যা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (বিএপিএস) আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  জিসান বাবু, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের আহবায়ক মজিবর রহমান, সদস্য সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক সুজন শাহ্ , বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পাটগ্রাম ইউনিটের সভাপতি মোবারক আলী  প্রমুখ।

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (13)