বিলুপ্ত ছিটমহলবাসীর ‘মুক্তি, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করা হয় লালমনিরহাটের পাটগ্রামে।
এ সময় পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুলকে গণসংবর্ধনা দেয়া হয়।
মঙ্গলবার, ৬ আগস্ট মুজিব-ইন্দিরা নগর এলাকাবাসীর আয়োজনে আলোচনা ও সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির কেন্দ্রীয় নেতা গোলাম মতিন রুমি।
গণসংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নীলফামারীর বিলুপ্ত ছিটমহলের বাসীন্দা মিজানুর রহমান, আব্দুল খালেক, ফরহাদ হোসেন, ফরিদুল ইসলাম, মকবুল হোসেন, জানেক আলী, জয়গুন বেগম, মতিয়ার রহমান। লালমনিরহাট জেলার মকছুল হোসেন, আহিদার রহমান, করমতুল্লাহ, সেলিম হোসেন ও মতিয়ার রহমান।
এনএইচ/রাতদিন