লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে লিয়ন (১২) নামের এক পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। কলার ভেলায় গোসল করতে গিয়ে এই এই দুর্ঘটনার শিকার হন লিয়ন।
সোমবার, ২ ডিসেম্বর উপজেলার বাউরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্যাদাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর শহরের ধাপ এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে লিয়ন। তার বড় বোন রিভার সাথে বাউরা ইউনিয়নের প্যাদাইটারিতে তার খালু মো. রশিদুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
সকাল ১১টার দিকে খালুর বাড়ির পাশের পুকুরে কলার ভেলা বানিয়ে গোসল করতে নেমেছিল রিভা ও লিয়ন। এ সময় ভেলা থেকে পড়ে যান তারা। দ্রুত রিভাকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করা গেলেও লিয়নকে তাৎক্ষণিক পাওয়া যায়নি। লিয়ন পুকুরে তলিয়ে গেছে বিষয়টি নিশ্চিত হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ঘন্টা অভিযান চালিয়ে লিয়নকে উদ্ধার করে চিকিৎসক রমেশ কুমার রায়ের কাছে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন তিনি।
পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল হামিদ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করে বাউরা বাজারের চিকিৎসকের কাছে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিছুর রহমান মানিক অপমৃত্যুর এই ঘটনা নিশ্চিত করেছেন।
এনএইচ/রাতদিন