পাটগ্রামে ভারত থেকে ফেরা ৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে, হোম কোয়ারেন্টিনে ৮৪

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সদ্য ভারত থেকে ফেরা ৬ ব্যাক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হযেছে। এছাড়া পাটগ্রাম উপজেলায় ঢাকা , চট্রগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিদের নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় হোম কোয়ারেন্টিনে রাখতে কাজ করছে উপজেলা প্রশাসন।

বর্তমানে উপজেলায় ৮৪ জন হোম কোয়ারেন্টিনে এবং ৩১ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইউএনও মো. মশিউর রহমানের নেতৃত্বে থানাপুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ  অনেকে  কাজ করছেন। তারা  দেশের বিভিন্ন জেলা হতে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে ও  ভারত থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে  রাখা নিশ্চিত করতে নিয়মিত তদারকী করছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানা যায়, সোমবার ১৩ এপ্রিল  ভারত থেকে  ৬ জন যাত্রী দেশে ফেরেন  । এর আগে  ফেরেন ২৫ জন যাত্রী । এই  ৩১ জনকেই প্রশাসনের তদারকিতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে  রাখা হয়েছে।  বাংলাদেশে  প্রবেশের সাথে সাথে  বুড়িমারী  স্থলবন্দর  এলাকায় আবাসিক হোটেলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে  রাখা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বলেন, ‘বিভিন্ন জেলা হতে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে ও  ভারত থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে  রাখা হচ্ছে। এছাড়া  উপজেলায় বিভিন্ন  জেলা হতে  যারা নিজ বাড়িতে এসেছেন আমরা  তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করছি।’