লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা আক্তারের ব্যক্তিগত গাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার গাড়ীটি ভস্মীভুত হয়ে যায়।
মঙ্গলবার, ১২ মে দিবাগত রাতে উপজেলার পোষ্ট অফিস এলাকায় তার ব্যবহৃত প্রাইভেট কারে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।
পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা আক্তার জানান, মধ্য রাতে অজ্ঞাতপরিচয় এক যুবকের চিৎকারে তিনি জানতে পারেন গাড়ীতে আগুন দেয়া হয়েছে। এই আগুন নেভানোর কিছুক্ষন পর আবারো গাড়িটিতে আগুন দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় সর্ম্পুণ গাড়ী আগুনে পুড়ে যায়।
তিনি বলেন, ‘আমার গাড়ীতে ব্যাটারী বা গ্যাসের সিলিন্ডার ছিলো না। কেউ পরিকল্পিত ভাবে দুই বার গাড়ীতে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসককে অবগত করেছি।’
খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মশিউর রহমান ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মশিউর রহমান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেএম/রাতদিন