পাটগ্রামে সেই সমবায় কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকির দুর্নীতির অভিযোগের প্রমান পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সুনির্দিষ্ট সাতটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে এসে এর বিপরীতে তথ্য উপাত্তসহ আরও বেশকিছু অনিয়মের লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছেন বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক মুহা: শাহীনুর ইসলাম।

বুধবার, ৫ আগস্ট পাটগ্রাম উপজেলা সমবায় কার্যালয়ে অভিযোগের তদন্ত প্রক্রিয়া শুরু করেন তিনি।

সম্প্রতি উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকির বিরুদ্ধে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক বরাবর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে রংধনু ভোগ্যপণ্য সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠান। খবরটি এই লিংকে

এর প্রেক্ষিতে রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধকের আদেশে গত ২৬ জুলাই রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক মুহা: শাহীনুর ইসলামকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।

তদন্ত শেষে ব্রিফিং। ভিডিও: রাতদিন

তদন্ত প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় উপ সহকারী নিবন্ধক ও লালমনিরহাট জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

শাহীনুর ইসলাম বলেন, ‘সাতটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এই তদন্ত করতে এসেছি। অভিযোগককারীদের সরবরাহকৃত কাগজপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। এগুলো আরও যাচাই-বাছাই ও পর্যালোচনা করে শিগগিরই উর্দ্ধতন মহলকে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।’

এসময় তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের বাইরেও আজকে আমরা আরও অনেক অভিযোগ পেয়েছি। সব অভিযোগই পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেই আমরা তদন্ত প্রতিবেদন দেবো।’

জেএম/রাতদিন