পাটগ্রামে স্বাস্থ্য সুরক্ষায় আয়ুর্বেদ বিষয়ে চিকিৎসকদের সেমিনার

লালমনিরহাটের পাটগ্রামে চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের নিয়ে ‘সায়েন্টিফিক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। আরগন ফার্মাসিউটিক্যালস (আয়ু) পাটগ্রাম ই.এস.পি শাখার ব্যবস্থাপনায় এ আযোজন করা হয়।

বুধবার, ১৮ ডিসেম্বর সকালে পৌরসভা হলরুমে স্বাস্থ্য সুরক্ষায় আয়ুবের্দী ঔষুধ ব্যবহারের উপর এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র শমসের আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা ঔষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক (অতি. দা.) বি.এম জাহিদ হায়দার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- ডা. মো. আতিকুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, আরগন ফার্মাসিউটিক্যালসের (আয়ু) পরিচালক ইকরামুল হোসেন সোহেল, মাহমুদুল হাসান সায়েম ,ডা. এম এ খালেক ও রংপুর হলিক্রিসেন্ট হাসপাতালের পরিচালক সামিউল ইসলাম লিটন।

এছাড়াও ছিলেন, পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও মেসার্স জামান ফার্মেসীর সত্ত্বাধিকারী ইবাদুজ্জামান বাপি, জাতীয় পার্টি পাটগ্রাম পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, আরগন ফার্মাসিউটিক্যালস (আয়ু) পাটগ্রাম ই.এস.পি শাখার মো. খাইরুল ইসলাম মাসুম প্রমূখ।

জেএম/রাতদিন