লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রশিক্ষিত গরু ও মহিষ খামারিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণ হিসেবে কৃমির ওষুধ, ভিটামিন – মিনারেলস্ প্রিমিক্স ম্যানুয়াল, মহিষ পালনের ম্যানুয়াল বিতরণ করা হয়।
আজ বুধবার, ০১জুলাই দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে খামারিদের এসব উপকরণ দেয়া হয়।
আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৭৫ জন প্রশিক্ষিত গরু খামারি ও মহিষ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৩০ জন প্রশিক্ষিত মহিষ খামারির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল আজিজ প্রধান, পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা: শ্যামল রায়, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি)সহ দপ্তরের কর্মচারী ও খামারিবৃন্দ।
উপকরণ বিতরণ শেষে উপস্থিত খামারিদের মাঝে গরুর লাম্পি স্কিন ডিজিজ ( এলএসডি) রোগ সম্পর্কে আলোচনা, পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয় ।
জেএম/রাতদিন