বিদ্যুতের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও এলাকাবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার, ৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে শুরু হওয়া অবরোধের কারণে মহাসড়কটি উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

শিক্ষার্থীরা জানান, রোববার দিনভর ঘন ঘন লোডশেডিং এবং বিকেল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় পরীক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়ে। ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন।

নেসকোর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, বজ্রপাতের কারণে একটি বৈদুত্যিক খুঁটির তিনটি ইনসুলেটর ফেটে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রতিটি খুঁটিতে উঠে উঠে বিকল ইনসুলেটর চিহ্নিত করতে অনেক সময় লেগে যাওয়ায় পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে সময় লেগে যায়।

এদিকে রাত নয়টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে মহাসড়ক থেকে অবরোধ উঠিয়ে নেয়া হয়।

এইচএ/রাতদিন