বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ পান্ডা শ্বাসকষ্টে মৃত্যু

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের চিংচিনচি পৌর অঞ্চলের একটি চিড়িয়াখানায় বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ পান্ডার মৃত্যু হয়েছে। জিংজিংয়ের বয়স হয়েছিল ৩৮ বছর হয়েছিল।

সোমবার, ২১ ডিসেম্বর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে ৮ ডিসেম্বর জিংজিং মারা যায়।

কানাডার দ্য স্টার পত্রিকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, পান্ডাটির ২১ অক্টোবর থেকেই ক্ষুধা মন্দার লক্ষণ দেখা দেয়। কয়েকদিনের মধ্যেই তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে এবং শ্বাসকষ্ট, কাশি, পেটের সমস্যা দেখা দেয়। জিংজিংয়ের মলত্যাগ করতেও সমস্যা হচ্ছিল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, চীনের পান্ডা সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রসহ একাধিক চিকিৎসা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা পান্ডাটিকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করার পরও শেষ পর্যন্ত ৮ ডিসেম্বর দুপুরে মারা যায়।

জিংজিং ১৯৮২ সালে সিচুয়ান প্রদেশের বাওসিং কাউন্টির বনে জন্মগ্রহণ করে ছিল, যেখানে ফরাসি ক্যাথলিক যাজক, প্রাণীবিদ ও উদ্ভিদবিজ্ঞানী আর্মান্ড ডেভিড ১৮৬৯ সালে এই প্রজাতিটি আবিষ্কার করেছিলেন।

স্তন্যপায়ী এই প্রাণিটি গত বছরের শেষ নাগাদ পর্যন্ত দেড় শতাধিক পান্ডার জন্ম দিয়েছে। জিংজিংয়ের সন্তানরা চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপানসহ বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে রয়েছে।

এনএ/রাতদিন