ব্রহ্মপুত্রের ভাঙন-সমস্যা দূর হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবিঃ রাতদিন নিউজ

‘কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না। খুব দ্রুত নদটির ভাঙন সমস্যা দূর করা হবে’ বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বুধবার (২০ র্মাচ) নদটির ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে কুড়িগ্রাম জেলার অন্তর্গত উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই সমস্যার সমাধান করতে ইতিমধ্যে নদটি খননের কাজ শুরু করা হয়েছে’

সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিনসহ কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মেহেদুল করিম এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসনে মন্টু, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ প্রমুখ।

এসএস/রাতদিন নিউজ