ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহুর্তে প্রার্থীর মৃত্যু, ফলাফল স্থগিত

ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে মারা গেছেন খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খান (৬০)। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের ফলাফল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে এ মেয়র প্রার্থীর। এরপর গত ২৩ ডিসেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু সোমবার ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৩টায় ওই হাসপাতালে মারা যান তিনি।

চালনা পৌরসভার প্রার্থী আবুল খয়ের করোনা আক্রান্ত হওয়ায় তার পক্ষে প্রচারে অংশ নেন দাকোপ উপজেলা ও জেলা বিএনপির নেতারা। এরমধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগে আজ সোমবার, ২৮ ডিসেম্বর দুপুর ২টায় ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি।

উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান। এর দেড় ঘণ্টা পরেই প্রার্থীর মৃত্যুর খবর আসে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানান, প্রার্থীর মৃত্যুর কারণে চালনা পৌরসভা নির্বাচনের মেয়র পদের ফলাফল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচএ/রাতদিন