মাদকাসক্তি কমাতে বিয়ার সহজলভ্য করার পরামর্শ সাবেক মন্ত্রীর

মাদকের প্রভাব কমাতে দেশে বিয়ার সহজলভ্য করার পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল বৃহস্পতিবার,২ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৩০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এ কথা বলেন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি।

চীনের উদাহরণ তুলে ধরে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘চীন একটি আফিমখোরের দেশ ছিল। আফিম খেয়ে চীনের লোকজন দিনের পর দিন ঘুমিয়ে থাকতো। সেখান থেকে মাও সেতুং চীনকে টেনে নিয়ে আজকে কোথায় নিয়ে গেছেন। আমরাও পারব মাদককে রুখে দিয়ে সোনার বাংলা গড়তে।’

তিনি বলেন, ‘মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের মতো বাংলাদেশেও ড্রিংক, বিয়ার সহজলভ্য করতে হবে। তাহলে মাদকের প্রভাব কমে যাবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেইসাথে তিনি মাদকের কুফলসংবলিত ডিজিটাল প্রচারণা কার্যক্রম ও হটলাইন (০১৯০৮ ৮৮৮৮৮৮) সেবার উদ্বোধন করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তরুণরা সবচেয়ে বেশি মাদকের ঝুঁকিতে রয়েছে। মাদক ব্যবহারকারীদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। মাদক চোরাচালান ও পরিবহনের কাজে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে, যা খুবই ভয়ংকর।’ নেশার এই ছোবল থেকে তারুণ্যকে বাঁচাতে হলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভার স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন,‘১৯৯০ সালে দেশে মাদকাসক্তের সংখ্যা ছিল ১০ লাখ। বর্তমানে তা বেড়ে ৭৫ লাখে দাঁড়িয়েছে। এভাবে বাড়তে থাকলে দেশে মাদকসেবীর সংখ্যা দ্রুতই কোটি ছাড়িয়ে যাবে।’

৩০ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হচ্ছে- ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’। এর আগে গতকাল সকালে ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে  সপ্তাহব্যাপী কর্মসূচি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করে ডিএনসি।

জেএম/রাতদিন