মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন, সদরে ইভিএম

মার্চের প্রথম সপ্তাহ থেকে বিভাগওয়ারী ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার, ১৪ জানুয়ারি নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশের প্রথমসারির একাদিক অনলাইন সংবাদপত্র সূত্রে জানা গেছে এ খবর।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘উপজেলা সদরগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে’।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষা ও পবিত্র রমজান এই তিনটি বিষয় মাথায় রেখে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারবো’।


‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষা ও পবিত্র রমজান এই তিনটি বিষয় মাথায় রেখে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারবো’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, আট বিভাগে চার ধাপে আর যেগুলো পরবর্তীতে মেয়াদপূর্ণ করবে, সেগুলো একসঙ্গে করবো’।

এইচএ/১৪.০১.১৯

মতামত দিন