রংপুরে অস্ত্রসহ কুড়িগ্রামের শীর্ষ সন্ত্রাসী তালেব গ্রেপ্তার

কুড়িগ্রামের আলোচিত ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আবু তালেব সরকারকে অস্ত্র-গুলিসহ রংপুরে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর রাতে নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবু তালেব কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতভিটা গ্রামের বাসিন্দা।

শুক্রবার, ১৮ অক্টোবর দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক (মিডিয়া) মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

উদ্ধারকৃত অস্ত্র। ছবি: রাতদিন.নিউজ

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কুড়িগ্রামের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, বাহিনী গড়ে তুলে এলাকায় ব্যাপক সন্ত্রাস সৃষ্টির মতো গুরুতর অভিযোগ রয়েছে তালেবের বিরুদ্ধে।

র‌্যাব ১৩ উপ অধিনায়ক মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপুর্ন তথ্য প্রদান করেছে। তার দেয়া তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।।

এনএ/রাতদিন