রংপুরে আরপিএমপি’র হাতে গ্রেপ্তার ১৮

রংপুর মেট্রোপলিটন পুলিশ পৃথক অভিযানে মাদক কারবারি, পলাতক আসামীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। আরপিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার, ১৬ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) আলতাফ হোসেন এই ব্রিফিং দেন।

এতে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা শাখা (ডিবি) পরশুরাম পুলিশ অভিযান চালিয়ে আরমান হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করে। সে নগরীর আমাশু কুকরুল (দক্ষিনপাড়া) এলাকার আরশাদ আলীর ছেলে। এসময় তার সাথে থাকা ৯ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রংপুর তাজহাট থানা পুলিশ নগরীর মডার্ণ মোড়ের মাতৃছায়া হোটেল থেকে শামীম (২১) নামের একজনকে গেপ্তার বরে। তার বিরুদ্ধে অপহরন ও যৌন পীড়নের অপরাধে মামলা রয়েছে। সে সিরাজগঞ্জ জেলার গাছাবাড়ি এলাকার সিরাজুল হকের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ শনিবার বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতয়ালী থানায়-৬ জন, তাজহাট থানায়-৭ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-২ জন, হাজিরহাট থানায়-১ জন এবং গোয়েন্দা শাখা (ডিবি)-১ জনসহ মোট-১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এদের সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএম/রাতদিন