রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র্যাব)-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল।
সোমবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির টাকা, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।
আটক মাদক দুই ব্যবসায়ী হলো- তারাগঞ্জ উপজেলার খানবাড়ী এলাকার খয়বার হোসেনের ছেলে মোঃ শাহিনুর রহমান (২৯) এবং সৈয়দপুর উপজেলার পাইকার পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ মোরশেদুল ইসলাম (২৬)।
নীলফামারী র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ মুন্না বিশ্বাস জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মঙ্গলবার(১৫ ডিসেম্বর) তাদের নামে রংপুর জেলার তারাগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএ/রাতদিন