শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে রংপুর মহানগর যুবদল বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ।
শনিবার, ১৫ জুন বেলা ১২ টায় গ্রান্ড হোটেল মোড়স্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে যেতে না যেতেই এতে পুলিশ বাধা দেয়।
পরে মূল ফটকরে সামনে সমাবেশে করে তারা। মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সভাপতিতেত্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পাভেজ, সহসভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন।
মিছিল শেষে অনুষ্ঠিত তাৎক্ষনিক এই বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির আলম নয়ন।
এনএইচ/ রাতদিন