জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে দলীয় মনোনয়নের দাবিতে শোডাউন করেছে তাঁর ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।
সোমবার, ২৬ আগস্ট রংপুর নগরীতে বের হওয়া শোডাউনে কয়েক শ কর্মী-সমর্থক অংশ নেন।
দুপুরে পাবলিক লাইব্রেরী মাঠ বের হওয়া শোডাউন নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এরশাদের স্মৃতিবিজড়িত সেনপাড়ার স্কাইভিউয়ে (লাঙল ভবন) অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।এতে বক্তব্য রাখেন জাপার মনোনয়ন প্রত্যাশী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।তিনি এ সময় দলীয় মনোনয়ন দাবি করেন।
আসিফ বলেন, ‘স্থানীয় প্রার্থী ছাড়া অন্য কাউকে প্রার্থী করা হলে তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না।’
তাঁকে দলীয় মনোনয়ন দেয়া না হলে তিনি স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দেন তিনি।
নির্বাচন কমিশন রংপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল মঙ্গলবার, ২৬ আগষ্ট ঘোষণা করার কথা রয়েছে।
এইচএ./রাতদিন