রমজানে রংপুরে পণ্যের মান-মূল্য থাকবে কড়া নজরদারীতে

রংপুর সিটি বাজারে ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যের মূল্য ও মেয়াদ মনিটরিং করা হয়েছে। রমজানের প্রাক্কালে ক্রেতাদের স্বার্থ সংরক্ষনে পন্যের মূল্য ও গুনগত মান পরীক্ষায় এই কার্যক্রম পরিচালনা করে রংপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার, ২৯ এপ্রিল দুপুরের দিকে সিটি বাজার মনিটরিং করেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শুকরিয়া পারভীন, রংপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আফসানা পারভীন ও রংপুর জেলা  সেনেটারী ইন্সপেক্টর মাহবুবার  রহমান।

এসময় তারা বাজারের মুরগী, গরু ও খাশির মাংশের দোকান, মাছের দোকান, বিভিন্ন ফলের দোকান, খেজুর, লাচ্ছা সেমাইসহ বিভিন্ন পন্যের মূল্য ও মেয়াদ মনিটরিং করেন।

মনিটরিং-এর সময় এডিএম শুকরিয়া পারভীন ব্যবসায়ীদের উদ্যেশ্যে বলেন, জনগনের স্বাস্থ্য রক্ষায় বাজারে কোন ধরণের ভেজাল, মেয়াদোত্তীর্ন ও নিম্নমানের পন্য বিক্রয় করা যাবেনা।

তিনি জানান, ১ মে থেকে রংপুরে সকল বাজারে বিশেষ অভিযান চলবে। সেসময় পণ্যের গুনগত মান কিংবা ওজনে ত্রুটির জন্য তাৎক্ষনিক জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করা হবে।