রোনালদোর প্রতি পোস্টে আয় ৮৪ কোটি টাকা! ধারেকাছেও নেই মেসি-নেইমাররা

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ২০ কোটি অনুসারীর (ফলোয়ার) ইতিহাস সৃষ্টি করলেন জুভেন্টাসের পর্তুগীজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২০ কোটি বা ২০০ মিলিয়নেরম্যাজিক ফিগার স্পর্শ করেছে।

ইনস্টাগ্রামে রোনালদোর অনুসারীর সংখ্যার থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে, সেলেনা গোমেজ, বিয়ন্সে নোয়েলস বা হলিউড সুপারস্টার ডোয়াইন জনসনের মতো তারকারা। ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি বা নেইমাররাও নেই রোনালদোর ধারেকাছে।

অনুসারীর সংখ্যার দিক থেকে রোনালদো সামনে আছে শুধুমাত্র খোদ ইন্সটাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্ট। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির ফলোয়ার ৩৩ কোটি।

দানবীয় অনুসারীর পাশাপাশি সেখান থেকে রোনালদো আয়ের পরিমাণও চোখ কপালে তোলার মতো। ইনস্টাগ্রামের বিপণন প্রতিষ্ঠান হপার এইচকিউ’র তথ্য অনুযায়ী, প্রতিটি পোস্টের জন্য প্রায় ৯ লাখ ইউরো আয় করেন রোনালদো যা বাংলাদে্যিশ টাকায় প্রায় ৮৪ কোটি টাকা।

ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় শীর্ষ দশ:

১। ইনস্টাগ্রাম: ৩৩ কোটি

২। ক্রিস্টিয়ানো রোনালদো: ২০ কোটি

৩। আরিয়ানা গ্র্যান্ডে: ১৭.২ কোটি

৪। ডোয়াইন জনসন: ১৬.৯ কোটি

৫। সেলেনা গোমেজ: ১৬.৬ কোটি

৬। কাইলি জেনার: ১৫.৮ কোটি

৭। কিম কার্দানেশিয়ান: ১৫.৭ কোটি

৮। লিওনেল মেসি: ১৪.১ কোটি

৯। বিয়ন্সে নোয়েলস: ১৩.৮ কোটি

১০। নেইমার: ১৩.১ কোটি

জেএম/রাতদিন