লালমনিরহাটের তিন আসনে ১৮ বৈধ প্রার্থী 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন প্রার্থী। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ স্বাক্ষরিত প্রতিবেদন ছক হতে এ তথ্য জানা গেছে।

জেলার ৫ টি উপজেলায় মোট ৩ টি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসব আসনে মোট ২৭জন প্রার্থী মনোনায়নপত্র দাখিল করে।

এরমধ্যে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)  আসন হতে ২জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিবুল হক বসুনিয়া ও জাকের পার্টির মানিকুর রহমান।

এ আসনে প্রার্থী হলেন- মোতাহার হোসেন (আওয়ামী লীগ), হাবিব মোঃ ফারুক (জাসদ), আজম আজাহার হোসেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কে এম আমজাদ হোসেন তাজু (স্বতন্ত্র প্রার্থী)। এ আসনে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান উচ্চ আদালতে আপিল করে রোববার বিকেলে প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সুত্র নিশ্চিত করেছেন। তবে তার প্রার্থীতার তথ্য রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে পৌছেনি।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন ও মুসলিম লীগের বাদশা মিয়া মনোনায়ন প্রত্যাহার করেছেন।

চুড়ান্ত লড়াইয়ে এ আসনে প্রার্থী থাকলেন নুরুজ্জামান আহমেদ (আ’লীগ), সিরাজুল হক (আ’লীগ স্বতন্ত্র), রজব আলী (জাকের পার্টি), মোঃ মমতাজ আলী (স্বতন্ত্র), দেলোয়ার হোসেন (জাতীয় পার্টি), শরিফুল ইসলাম (ন্যাশনাল পিপলস্ পার্টি) ও দেলাব্বর হোসেন (বাংলাদেশ কংগ্রেস)।

লালমনিরহাট-৩ (সদর) আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী সকিউজ্জামান মিয়া মনোনায়ন প্রত্যাহার করেছেন। মুল লড়াইয়ে রয়ে গেলেন ৭ প্রার্থী। মতিয়ার রহমান (আ’লীগ), জাহিদ হাসান (জাতীয় পার্টি),  আশরাফুল আলম (বাংলাদেশ সাম্যবাদী দল), আবু তৈয়র মোঃ আজমুল হক (জাসদ), শামীম আহাম্মেদ চৌধুরী (তৃনমুল বিএনপি), শ্রী হরিশ চন্দ্র রায়, (ন্যাশনাল পিপলস্ পার্টি), জাবেদ হোসেন (আ’লীগ স্বতন্ত্র)।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, ”লালমনিরহাটের ৩টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫জন প্রার্থী তাদের মনোনায়নপত্র প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ১৮জন। লালমনিরহাট ১ আসনে আতাউর রহমান প্রধান উচ্চ আদালতে মনোনায়ন ফিরে পেয়ছেন বলে শোনা গেলেও অফিসিয়াল কোন কাগজপত্র পাইনি।’