লালমনিরহাটে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর, অল্পের জন্য বাঁচলেন চালক

লালমনিরহাটে চলন্ত একটি শার্টল ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের পরিচালক আহত হয়েছেন।

বুধবার, ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় লালমনিরহাট-রংপুর রেলরুটের তিস্তা এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় সংস্থাপন অফিসার(ডিটিও) সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত নিমু চন্দ্র রংপুর শার্টল ট্রেনের পরিচালক। তিনি বর্তমানে লালমনিরহাট রেলওয়েতে কর্মরত রয়েছেন। 

সংস্থাপন অফিসার(ডিটিও) সাজ্জাত হোসেন জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনের লালমনিরহাট ও কুড়িগ্রামের যাত্রীদের নিতে আসা শার্টল ট্রেনটি শার্টল ট্রেনটি ওইদিন বিকেলে লালমনিরহাট স্টেশন ছেড়ে যায়। কাউনিয়া পার হয়ে তিস্তা ব্রীজ অতিক্রম করার পরে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা ট্রেনটিকে লক্ষ করে পাথর ছুড়ে।

এতে পাথরের আঘাতে ট্রেনটির পরিচালক নিমু চন্দ্র নাক ও মাথায় আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পাথর নিক্ষেপের এই ঘটনার প্রকৃত কারণ তিনি জানাতে পারেন নি। তবে এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। মামলা করার প্রস্তুতি চলছে। এ ছাড়াও পুলিশকে  ঘটনাটি অবগত করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

জেএম/রাতদিন 

মতামত দিন