লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় নিহত ১, ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিকী ছবি
0

লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় তোজাম্মেল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চর খলাইঘাট এলাকার তছির মাহমুদের ছেলে। লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা নিহত তোজাম্মেলকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন।

নিহতের ছেলে মোস্তফা সাংবাদিকদের জানান, সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে ভোটকেন্দ্রে যাওয়ার সময় বিএনপি-আ.লীগ সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাহত হন তোজাম্মেল। পরে দুপুরের দিকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে দুপুর দুইটার দিকে তিনি মারা যান। তার মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের বলেন, ‘আমিও সাংবাদিকদের কাছে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো যাবে’।

এদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে লালমনিরহাটের তিনটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ চলাকালে লালমনিরহাট-৩ (সদর) আসনের লালমনিরহাট পৌরসভা এলাকায় চারটি কেন্দ্রের বাইরে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহন স্থগিত করা হলেও পরে তা শুরু হয়।

মতামত দিন