আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে পৌরসভাগুলোয় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
আজ শুক্রবার, ১৫ জানুয়ারি ৫২ জন মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি চারটি আসনে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি বলে বিএনপি মহাসচিবের নির্দেশে শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে মোশারফ হোসেন রানাকে।
অপরদিকে পাটগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে এ কে এম মোস্তাফা সালাউজ্জামান ওপেলের নাম ঘোষণা করা হয়েছে।
এইচএ/রাতদিন