লালমনিরহাট সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরেছে বিএসএফ, বিজিবির হাতে আটক ভারতীয়

লালমনিরহাটের পৃথক দুটি সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার, ৩১ জুলাই লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ বেলা সাড়ে ১১ টার দিকে পাটগ্রামের বাউরা ইউনিয়ন সীমান্ত ঘেঁষা সানিয়াজান নদীতে মাছ ধরতে যায় নবীনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে স্বপন মিয়া (১৭)। এ সময় ভারতীয় ১৪৩ ব্যাটালিয়ন ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের কয়েকজন সাদা পোশাকধারী সদস্য স্বপনকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

একই দিন সকাল ৮ টার দিকে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া সীমান্তে নিজের ধানক্ষেত দেখতে গেলে ফারুক হোসেনের ছেলে রহমত আলীকে (৪০) একই ভাবে ধরে নিয়ে যায় বিএসএফ।

অপরদিকে একই সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতের ছোট কুচলিবাড়ী এলাকার ধাপড়া থানার রমনি রায়ের ছেলে জগবন্ধু রায়কে (৫৮) ঠ্যাংঝারা গ্রামের আদিবাসীপাড়া থেকে আটক করে বিজিবি।

বিজিবির বাউরা ডাঙাটারী ক্যাম্পের নায়েক সুবেদার মোতাহার হোসেন জানান, ‘দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। এ ব্যাপারে বৈঠকে আলোচনার পর বিষয়টির সুরাহা হবে।’

এবি/রাতদিন